শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় ঘরবন্দী নারী-পুরুষের মধ্যে রসায়ন, উঠে এল পর্দায়

বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপী চলছে মহামারি করোনার প্রকোপ। এর ফলে প্রকৃতির পাশাপাশি নারী-পুরুষের সম্পর্কেও একটা পরিবর্তন ঘটে গেছে। এমন একটি মনস্তাত্ত্বিক পটভূমির গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেন্টাল প্যান্ডামিক’।

‘মেন্টাল প্যান্ডামিক’ গল্পে মূলত তুলে ধরা হয়েছে জাদুবাস্তবতা, যা কিনা ছকে বাঁধা জীবনের একটু অন্য রকম গল্প, পরম জাদু। নারী-পুরুষের সম্পর্কের জটিল রসায়ন, কল্পনা আর বাস্তবের সংঘর্ষসহ নানা চমক নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।

মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ ও আনন্দ খালেদের রচনায় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন দোলন দে ও আনন্দ খালেদ। প্রযোজনা করেছে টিম ইউটিউবার বিডি। মৌলিক গল্পে নির্মিত স্বল্পদৈর্ঘ্য প্রযোজনাটি মুক্তি পেল গত ২৬ নভেম্বর। টিম ইউটিউবার বিডি সংগঠনের নিজস্ব ইউটিউব চ্যানেল নিউ এরা ফিকশনে পাওয়া যাচ্ছে।

‘মেন্টাল প্যান্ডামিক’ নিয়ে মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, ‘এটি মূলত হিউম্যান সাইকোলজি নিয়ে তৈরি। প্রতিটি মানুষের একটা মোহ থাকে, একটা জগতের প্রতি হাতছানি থাকে, একটা স্বপ্নের আকাঙ্ক্ষা থাকে। অনেক সময় সেগুলোর দিকে এগোতে এগোতে গিয়ে পতনও হয়ে যায়। তখন মানুষ বুঝতে পারে, একটা মানুষের ভেতর অনেকগুলো মানুষ থাকে, অনেকগুলো পৃথিবী থাকে। ‘মেন্টাল প্যান্ডামিক’ মূলত সেই বিষয়গুলো নিয়েই তৈরি।

অভিনেতা আনন্দ খালেদ বলেন, ‘মেন্টাল প্যান্ডামিক’ একটি অন্য ধরনের গল্প। যে গল্প প্রতিটি মানুষের ভেতরেই কোনো না কোনোভাবে সুপ্ত রয়েছে। কিন্তু সেটা প্রকাশ করা হয়ে ওঠে না সব সময়। এখানে সেটিই তুলে ধরা হয়েছে। মেন্টাল প্যান্ডামিকে দর্শকরা অন্য রকম একটি ভাবনার খোরাক পাবেন।

এই বিভাগের আরো খবর