নিজস্ব প্রতিবেদক : কেশরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন মেয়র পদ-প্রার্থী রুস্তম আলী। রোববার বিকালে কেশরহাট বাজারে তিনি এ লিফলেট বিতরণ করেন।
তার লিফলেট বিতরণকালে ব্যাপক জনগণের সমাগম ঘটে। এসময় তিনি ব্যবস্যায়ীদের বলেন, ব্যবসা-বাণিজ্য মানব জাতির আদি পেশা। এর মাধ্যমে জীবন-যাত্রার মান উন্নতি করা যায়। দীর্ঘদিন থেকে কেশরহাটে আপনারা ব্যাবস্যা পরিচালনা করছেন। আগামীতে হাটের পরিধি বৃদ্ধি ও নতুন নতুন হাট বসিয়ে কেশরহাটকে প্রকৃত বাণিজ্য কেন্দ্র করতে চাই। আপনারা আমার অতিতের সফলতা জেনে আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন। মেয়র পদ-প্রার্থী রুস্তম আলীর লিফলেটে তার রাজনৈতিক, ব্যবস্যায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের সফলতার কথা উল্লেখ্য আছে।
ব্যবস্যায়ীরারা বলেন, আপনি আমাদের হৃদয়ে আছেন, আগামীতেও থাকবেন। আমরা দোয়া করি আপনি যেন বিপুল ভোটে মেয়র হিসেবে নির্বাচিত হতে পারেন।