রবিবার, ২৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংসদ হাজি সেলিমের স্ত্রী মারা গেছেন

ডেস্ক নিউজ : ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাত পৌনে ১২টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাজি সেলিমের ব্যক্তিগত কর্মকর্তা সোহেল জানান, গুলশান আরা সেলিম কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ সোমবার বাদ আসর চক বাজার জামে মসজিদে তাঁর জানাজা হবে।

ল্যাব এইড হাসপাতালের গ্রাহক সেবা বিভাগের কর্মকর্তা মাসুদ রনি বলেন, ‘গুলশান আরা সেলিম আমাদের হাসপাতালে চিকিৎধীন অবস্থায় গতকাল রোববার রাত ১১টা ৪৫ মিনিটে মারা গেছেন। তিনি গত ২০ আগস্ট থেকে কিডনিসহ নানাবিধ সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।’

এই বিভাগের আরো খবর