নিজস্ব প্রতিবেদকঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৮২২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯ জন। এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মোট মৃত্যু হলো ২৬৯ জনের।