সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তাড়াইলে প্রতিবন্ধীদের মাঝে পুলিশ সুপারের খাদ্যসামগ্রী বিতরণ

মুকুট দাস মধু, তাড়াইল (কিশোরগঞ্জ):তাড়াইল থানা চত্বরে জেলা পুলিশ সুপার প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

জানা গেছে, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো.মাশরুকুর রহমান (বিপিএম বার) এর নিজস্ব অর্থায়নে তাড়াইল থানা পুলিশের সহযোগীতায় করোনায় ক্ষতিগ্রস্থ উপজেলার বিভিন্ন গ্রামের ১৮ জন প্রতিবন্ধীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জনপ্রতি চাউল, আলু, ডাল, সয়াবিন তৈল, লবন, পেয়াজ, সেমাইসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।

আজ ১৩ মে বুধবার দুপুরে তাড়াইল থানা চত্বরে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো.মাশরুকুর রহমান (বিপিএমবার)।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলার সহকারী পুলিশ সুপার করিমগঞ্জ সার্কেল মাহবুবুল হক সজিব ও তাড়াইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমানস অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মাশরুকুর রহমান (বিপিএমবার) জানান, সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্থ্য হতদরিদ্রদের সাহায্যার্থে সরকারের পাশাপাশি আমাদেরও উচিত মানবতার ডাকে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। তিনি আরো জানান,ভবিষ্যতেও আমরা আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখব।

 

এই বিভাগের আরো খবর