বিশ্বের সবচেয়ে বড় ছাতা তৈরি করছে সৌদি আরব। আগামী বছর মসজিদ আল হারামে স্থাপন করা হবে ওই ছাতা। আরব নিউজ জানিয়েছে, হাজিদের আরামের জন্য স্থাপন করা হবে ওই ছাতা। ছাতাটির আয়তন হবে দৈর্ঘ্যে ৫৩ মিটার আর প্রস্থে ৫৩ মিটার। গ্রীষ্মের তাপদাহ থেকে ওই ছাতা পবিত্র হজ পালন করতে আসা লাখো হজযাত্রীকে রক্ষা করবে বলে জানিয়েছে আরব নিউজ।
মসজিদ আল হারামের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মেজর জেনারেল মোহাম্মাদ আল-আহমাদী বলেন, ‘ছাতাটি মসজিদের আঙিনা ও ছাদে স্থাপন করা হবে।’ মসজিদের ভেতরের অংশ শীতাতপ নিয়ন্ত্রিত থাকায় ছাতার বাইরের অংশ ঠান্ডা হবে বলে জানান তিনি। প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ ২০১৪ সালে ছাতাটি স্থাপন করার নির্দেশ দেন। কয়েক বছর ধরে মসজিদের পরিবর্ধনের কাজ চলছিল।
তবে ২০১৫ সালে মর্মান্তিক এক ক্রেন দুর্ঘটনায় ১১১ জন শ্রমিক মারা যাওয়ায় কাজটি শেষ হতে দেরি হচ্ছে।