সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মাধবদীতে হাট বাজার সুপার সপে জীবাণুমুক্ত করন টানেল বসানো হয়েছে

দিনার চৌধুরী মাধবদী নরসিংদীঃঃ নরসিংদী জেলার, মাধবদী পৌর এলাকার, মাধবদী বাজারের পৌরসভা মার্কেটের, হাট বাজার সুপার সপের প্রবেশ মুখে কাস্টমারদের সুরক্ষার কথা চিন্তা করে মাধবদী থানার সার্বিক তত্বাবধানে জীবাণুমুক্ত করন টানেল নির্মান করা হয়েছে। টানেলের উদ্বোধন করেন মাধবদী থানার (ওসি) অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান। এই বিষয়ে কথা হয় হাট বাজার সুপার সপের কর্ণধার জামাল এর সাথে তিনি বলেন কোভিড-১৯ করোনা ভাইরাস এর কারণে নরসিংদী জেলাতে লকডাউন চলিতেছে আমরা সরকারের আদেশ নিষেধ মেনে এবং মাধবদী পৌরসভার নিয়মঅনুযায়ী একটা সুনির্দিষ্ট সময়ের জন্য সুপার সপ খোলা রাখি। তাই আমি মনেকরি  জাতির এই দুর্দিনে আমাদের যারযার অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে  কিছু করা দরকার। যেহেতু আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দোকান তাই এখানে সকল ধরনের লোকের সমাগম ঘটে। এখান থেকে যেনো কারো মাধ্যমে রোগ ছড়িয়ে না পড়ে তাই আমরা জীবাণুমুক্ত করন টানেল এবং জ্বর মাপার মেশিন বসানোর সিদ্ধান্ত নেই মাধবদী থানার (ওসি) আবু তাহের দেওয়ান এর পরামর্শে। আমাদের হাট বাজার সুপার সপ তেমন বড়’না -হলেও আমরা ব্যবসার কথা চিন্তা না করে কাস্টমারদের সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়েছি। তাছাড়া আমার মনেহয় বাংলাদেশে এই প্রথম কোনো সুপার সপে কাস্টমারদের সুরক্ষার কথা ভেবে জীবাণুমুক্ত করন টানেল বসানো হয়েছে।

এই বিভাগের আরো খবর