-
- ঢাকা
- নরসিংদীতে জাতির পিতার সম্মান রক্ষার্থে সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরামের প্রতিবাদ সভা
নরসিংদীতে জাতির পিতার সম্মান রক্ষার্থে সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরামের প্রতিবাদ সভা
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় : ডিসেম্বর, ১২, ২০২০, ৭:৪১ অপরাহ্ণ
মোঃ সালাহউদ্দিন আহমেদ: “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান”জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যের অবমাননার প্রতিবাদে এবং এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে শনিবার (১২ ডিসেম্বর) সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরাম, নরসিংদী জেলার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি, নরসিংদীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপস্থিত সকলের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনা করা হয়। সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্যের অবমাননার প্রতিবাদসহ মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উক্ত অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রশাসক, নরসিংদী পুলিশ সুপার ও সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষানুরাগী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর