রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রায় ১ মণ ওজনের কচ্ছপ ধরা হয়েছে

এসএম মশিউর রহমান সরকার, ঠাকুরগাঁও প্রতিনিধি: পীরগঞ্জ উপজেলার তামলাই এলাকায় বৃহস্পতিবার বিকালে কচ্ছপটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে রাতেই উপজেলা প্রশাসন কচ্ছপটি দিনাজপুর বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, তামলাইয়ের আবু রায়হানের পুকুরের পাড়ে কচ্ছপটিকে দেখতে পায় এলাকাবাসী। পরে পুকুরের মালিক এসে প্রাণীটিকে উদ্ধার করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন একে নিয়ে যায় এবং দিনাজপুর বনবিভাগকে খবর দেয়।

পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘আমরা কচ্ছপটি ঘটনাস্থল থেকে নিয়ে আসি। পরে দিনাজপুর বনবিভাগের লোকজন এসে একে নিয়ে গেছেন।’

এই বিভাগের আরো খবর