শফিউল আলম লাভলু, শেরপুর: শেরপুরের নকলা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর বৃহস্পাতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ জানুয়ারী রবিবার। প্রার্থীতা প্রত্যাহরের শেষ তারিখ ১০ জানুয়ারী রবিবার। ভোট গ্রহনের তারিখ ৩০ জানুয়ারী শনিবার।
নকলা পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ এর রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, সকল ভোটকেন্দ্রে নির্ধারিত তারিখে সকাল ৮.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।