বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীর মেহেরপাড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মোঃ সালাহউদ্দিন আহমেদ:  নরসিংদীর মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নে শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং মিলস্ লিমিটেড নামে একটি শিল্পপ্রতিষ্ঠান। বুধবার (২৩ ডিসেম্বর) মেহেরপাড়া ইউনিয়নের পাথরপাড়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুল হাসান। ব্রাদার্স ডাইং এর এম.ডি আইয়ুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ হালিম খান, ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং মিলস্ লিমিটেড’র পরিচালক আলহাজ্ব মোঃ ইব্রাহীম, ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং মিলস্ লিমিটেড’র পরিচালক ও নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক আলহাজ্ব মোঃ মোতালিব হোসেন,সামাজিক সেবা মূলক সংগঠন সুখায়ু’র কো-চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাত হোসেন, ভগীরথপুর লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন,প্রমুখ।

এই বিভাগের আরো খবর