-
- ঢাকা
- নরসিংদীতে ঢাকা রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
নরসিংদীতে ঢাকা রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় : ডিসেম্বর, ২৩, ২০২০, ৯:৪১ অপরাহ্ণ
মোঃ সালাহউদ্দিন আহমেদ: ঢাকা রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২০ এর ফাইনাল খেলা বুধবার (২৩ ডিসেম্বর ২০২০) নরসিংদী জেলার পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে দ্বৈত ও একক বিভাগে ঢাকা রেঞ্জাধীন জেলা সমূহ ২টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। গ্রুপ-এ দলে কিশোরগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, গাজীপুর, নরসিংদী, শরীয়তপুর জেলা পুলিশ এবং গ্রুপ-বি দলে ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর জেলা পুলিশ অংশগ্রহণ করে।
ঢাকা রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর ফাইনালে দ্বৈত বিভাগে টাঙ্গাইল বনাম মাদারীপুর এবং একক বিভাগেও টাঙ্গাইল বনাম মাদারীপুর জেলা পুলিশ প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনাল খেলায় দ্বৈত বিভাগে টাঙ্গাইল জেলা পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাদারীপুর জেলা পুলিশ এবং একক বিভাগে টাঙ্গাইল জেলা পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাদারীপুর জেলা পুলিশ।
চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার, নরসিংদী।
এই বিভাগের আরো খবর