রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাকে ভয় নয় ! জয় করতে হবে!! আপনারা ঘরে থাকুন খাদ্য সামগ্রী আমি পৌঁছে দিব- আকরাম চেয়ারম্যান

এসএম মশিউর রহমান সসরকার, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ২১মে বৃহস্পতিবার গভীর রাতে হযত ওমরের মতো বালিয়াডাঙ্গী উপজেলার ৮ নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.আকরাম আলী নিজস্ব অর্থায়নে (বেলবাড়ী দক্ষিণ মাদ্রাসা পাড়া) গ্রামের দুঃস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলেন।

ঝড়-বৃষ্টির এই গভীর রাতে চাল,ডাল, আলু, তেল,চিনি, লবন,ছোলা বুট, সাবান এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশিতে কেঁদে দিলেন ওই গ্রামের তসিরুলের স্ত্রী খাতুন ও মৃত ভন্ডলের স্ত্রী সাহেরুন। এমন আরো অনেকে খুব আনন্দিত এই বৃষ্টি আর বৈরী আবহাওয়া গভীর রজনীতে খাদ্য সামগ্রীর এতো কিছু পেয়ে।

আলহাজ্ব মো. আকরাম আলী জানান, আমি প্রতিজ্ঞাবদ্ধ ৮ নং বড়বাড়ী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রতিটি গ্রামের কোনো অসহায় মানুষকে না খেয়ে থাকতে দিবনা। খুজে খুজে তাদের বাড়ীতে বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছে দিব ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, করোনাকে ভয় নয় এই মহামারি থেকে আমাদের জয় হতে হবে। ফলে তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার সকল প্রকার পরার্মশ দেয়া হচ্ছে।

এই বিভাগের আরো খবর