মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গালে টোল পড়ার অবাক কারন ! জেনে নিন

গালের একটি ছোট্ট টোল। তাতেই বাজিমাত! আপনার হাসি হয়ে ওঠে ভুবনজয়ী। যাদের গালে টোল পড়ে তারা সবসময় একটু বেশি সুন্দর হয়। তাদের উপর সহজে মানুষ মুগ্ধ হয়ে যায়। কিন্তু কিছু কিছু মানুষের গালে টোল দেখা যায়, আবার অনেকের গালে দেখা যায় না। এরকম ভিন্নতা কেন?শুনলে একটু অবাকই হয়ে যাবেন। গালে টোল পড়ার পেছনে রয়েছে জীনগত বৈশিস্ট্য। আপনার বাবা-মার গালে যদি টোল থাকে তাহলে আপনার গালেও টোল দেখা যাবে। এছাড়া গালে টোল পড়ার পেছনে আর কোন কারণ নেই।

মূলত ত্বকের টিস্যুতে কমতি থাকার ফলে গালে টোল এর সৃষ্টি হয়। মুখের যোজক কলার কারণে গালের টোলের সৃষ্টি হয়। যখন একজন ব্যক্তি হাসি দেয় তখন একটি নিম্নচাপের সৃষ্টি হয়। চামড়ার পেশীতে তখন টান পরে এবং গালে টোলের সৃষ্টি হয়। এছাড়াও গালে টোল পড়ার পেছনের আরেকটি কারণ বিষণ্ণতা।

আপনার গালে টোল পড়ার জন্য অবশ্যই আপনার বাবা-মা এর গালে টোল থাকতে হবে। খুব কম সময় কিছু মানুষের শুধুমাত্র একটি গালে টোল পড়তে দেখা যায়। তবে এসবের পেছনে শুধুমাত্র জিনগত বৈশিস্ট্য বিদ্যামান। বলতেই পারেন, আপনার ত্রুটিই আপনার সৌন্দর্যের রহস্য।

এই বিভাগের আরো খবর