সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হরিপুর উপজেলার পুলিশ ও সাংবাদিককে সুরক্ষা সামগ্রী পি,পি,ই প্রদান করলেন–সুজন

আল-ফেরদৌস (রানা) বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা হরিপুর থানার পুলিশকে ও সাংবাদিককে অর্ধ শতাধিক সুরক্ষা সামগ্রী পি,পি,ই প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন।

শুক্রবার বিকাল ৫ টাই করোনাভাইরাস মোকাবেলায় হরিপুর থানা পুলিশ সদস্য ও সাংবাদিকদের মাঝে সুরক্ষা সামগ্রী হিসেবে পি,পি,ই তুলে দেন সুজন।

এ সময় সুজন বলেন, বর্তমান সময়ে দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য সব জায়গায় ছুটছেন। সে কারণে ঝুঁকিও থাকছে অনেক বেশি।আর এ সঙ্কটে তাদের সুরক্ষা সামগ্রী অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন তিনি।

এ বিষয়ে হরিপুর থানার ওসি জানান, এই মুহূর্তে চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ যারা এ সময়টাতে কাজ করছেন তাদের সবার জন্যই সুরক্ষা সামগ্রী জরুরি প্রয়োজন। সহায়তা করার জন্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে ধন্যবাদ জানাই।

এই বিভাগের আরো খবর