রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল বালিয়াডাঙ্গীর ৬৪০ মসজিদ অনুদান হাতে তুলে দিলেন এমপি দবিরুল

আল-ফেরদৌস (রানা) বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও :

বৈ‌শ্বিক মহামারী ক‌রোনা ভাইরা‌সের কার‌নে সারা দেশসহ বালিয়াডাঙ্গী উপজেলায় অ‌নে‌কে কর্ম‌হীন হ‌য়ে প‌ড়ে‌ছে। বর্তমান এই প‌রি‌স্থি‌তি‌ মোকা‌বেলায় সরকারসহ বি‌ভিন্ন সংগঠন ও ব্যা‌ক্তি‌দের আ‌র্থিক সহ‌যো‌গিতা প্রদান করা যাচ্ছে।

এরই ধারাবা‌হিকতায় বালিয়াডাঙ্গর উপজেলায় ৬শ’৪০ টি মসজিদের প্রতিনিধিদের মা‌ঝে ৫ হাজার টাকা ক‌রে মোট ৩২ লক্ষ টাকা উপহার প্রদান করা হয়। আজ শনিবার দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর দেয়া এই উপহার এলাকার ৬৪০টি মস‌জি‌দের প্র‌তিনি‌ধি‌র হা‌তে তু‌লে দেন ঠাকুরগাঁও ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এম পি সাহেব।।

এছাড়াও আ‌রো উপ‌স্থিত ছি‌লেন উপজেলা নির্বাহী অফিসার,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মাজহারুল ইসলাম সুজন সহ আওয়ামীলীগের নেতা কর্মী বিন্দ। উপ‌জেলা প্রশাস‌নের মাধ্য‌মে তা‌লিকাভূক্ত সকল মস‌জিদ প্র‌তি‌নি‌ধি‌দের হা‌তে পর্যায়ক্র‌মে এই উপহার তু‌লে দেয়া হ‌চ্ছে।

এই বিভাগের আরো খবর