রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী উপজেলায় ৬ জনের করোনা সনাক্ত !! পরিস্থিতি ভয়াবহ !! তবুও শপিং-এ মানুষের গাদা-গাদী ভীর !!

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আজ ২৩ মে শনিবার উপজেলার বিভিন্ন এলাকার মোট ৬ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.আবুল কাশেম সনাক্তদের খবর নিশ্চিত করে বিস্তারিত জানিয়েছেন।

১। আবু হাসান বাবু (৩৪) গ্রাম বড়বাড়ী ইউপি পরিষদ সংলগ্ন, ২। আবু সুফিয়ান (২৫) এর স্ত্রী ৩। অন্তরা খাতুন(২২) গ্রাম- কাদশুকা কাজীবস্তী, ৪। সাথী আক্তার (১৯) পিতা- নজিরুল ইসলাম গ্রাম- খালিপুর, চাড়োল, ৫। সুমন রানা ( ১৭) পিতা-আব্দুস সামাদ গ্রাম- রায়মহল, পাড়িয়া, ৬। জেসি আক্তার (৪) পিতা – জুয়েল গ্রাম- স্কুলহাট, পূর্ব সনাক্তকারী নাসিমার আক্তারের অবুঝ কন্যা। এরা সকলে ঢাকা থেকে এসেছেন।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানান, সনাক্তকারী এই ৬ জনে বর্তমানে নিজ নিজ বাড়ীতে হোম আইসোলেশনে রয়েছেন। ওই পরিবারগুলোর প্রতি প্রশাসন ও চিকিৎসকের গভীর নজররদারি রাখা হবে।

এই বিভাগের আরো খবর