মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মাধবদীর মনোহরপুরে মোল্লা বাড়ির লোকদের সাথে নৌকা প্রতিকের মেয়রের সৌজন্য সাক্ষাৎ

মোঃ সালাহউদ্দিন আহমেদ: আগামী ১৪ ফেব্রুয়ারী মাধবদী পৌরসভা নির্বাচনকে ঘিরে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে চলছে গনসংযোগ ও উঠান বৈঠক। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক গত ২ ফেব্রুয়ারী মঙ্গলবার মাধবদী পৌরসভার ৭নং ওয়ার্ড মোল্লা বাড়ির লোকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় প্রধান অতিথি ও মাধবদী পৌরসভার নৌকা মার্কার মেয়র তার বক্তব্যে বলেন আমি আজ নিজেকে সফল মেয়র মনে করছি, আজ আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আমি তা কখনো ভুলব না। আপনাদের যেকোন প্রয়োজনে আমার কাছে যাবেন আমি আমার সাধ্যমত চেষ্টা করব আপনাদের কাজ করে দিতে। আগামী ১৪ তারিখ নির্বাচনে আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট কামনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ তাতীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী, মাধবদী শহর আওয়ামী লীগের সহ সভাপতি মনিরুজ্জামান ভূইয়া, শফিকুল ইসলাম গাজী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শেখ ফরিদ, মাধবদী শহর যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ ইলিয়াস, আবু সিদ্দিক মোল্লা, হাজী আঃ হান্নান মোল্লা, মোখলেছ মোল্লা প্রমুখ।

 

এই বিভাগের আরো খবর