-
- দেশজুড়ে
- নরসিংদীতে মসজিদে জেলা পুলিশের জনসচেতনতামূলক বক্তব্য
নরসিংদীতে মসজিদে জেলা পুলিশের জনসচেতনতামূলক বক্তব্য
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় : মার্চ, ৫, ২০২১, ৪:২৯ অপরাহ্ণ
মোঃ সালাহউদ্দিন আহমেদ: আজ শুক্রবার (৫ জানুয়ারি) নরসিংদীর প্রতিটি থানায় বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের খুতবার পূর্বে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ ও থানার এসআইগণ। অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয় ইনামুল হক সাগর জানায়, তারা সকলের কাছে দোয়া চান যাতে পুলিশ সুস্থ থেকে সঠিকভাবে সততার সাথে জনগণের সেবা করতে পারে। বক্তব্যে কর্মকর্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু; যেকোনো সমস্যায় তাদের সহযোগিতা করা পুলিশের কর্তব্য। জরুরী সেবা পেতে থানা পুলিশকে অথবা ৯৯৯-এ কল করার অনুরোধ জানান। এছাড়া ভাড়াটিয়া, সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ইভটিজিং, কিশোর গ্যাং, জঙ্গিবাদ, নারী নির্যাতন, সুদ ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দেবার জন্য তারা আহ্বান জানান। কর্মকর্তারা জানান যে, মাদকের ক্ষেত্রে জেলা পুলিশের জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ীসহ যেকোনো ধরনের অপরাধী সম্পর্কে তথ্য প্রদান করলে তথ্য দাতার নাম পরিচয় গোপন রাখা হবে বলেও বক্তব্য প্রদানকারীরা জানান। সাইবার ক্রাইম রোধে জেলা পুলিশের কঠোর নজরদারির কথা উল্লেখ করা হয়। মসজিদে বক্তব্যে কর্মকর্তারা জানান, প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপন করা হয়েছে যার মাধ্যমে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের বিশেষ সেবা প্রদান করা হয়। তারা আরো জানান যে, থানায় যেকোনো ধরনের সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। উল্লেখ্য, ঢাকা রেঞ্জের প্রতিটি থানায় আজ জুম্মার নামাজের খুতবার পূর্বে সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ এবং থানার এসআইগণ জনসচেতনতামূলক বক্তব্য রাখেন।
এই বিভাগের আরো খবর