রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মাধবদী পৌরসভার ৯নং ওয়ার্ডে ঈদের উপহার স্বরুপ নগদ অর্থ  বিতরণ

দিনার চৌধুরী মাধবদী নরসিংদীঃ পবিত্র মাহে রমজানের শেষে ঈদুল ফিতর এর দিন মাধবদী পৌরসভার ৯নং ওয়ার্ডের মেন্ডাতলা এলাকার স্থানীয় বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক মাধবদী শহর শাখা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজি মোঃ দেলোয়ার হোসেন প্রধান কোভিড-১৯ করোনা ভাইরাস এর কারণে কর্মহীন হয়ে পড়া এলাকার ৬০০ হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের  মাঝে ঈদের উপহার স্বরুপ নগদ অর্থ বিতরণ করেন। এবিষয়ে মাধবদী শহর শাখা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজি  দেলোয়ার হোসেন প্রধান বলেন আজ ঈদের দিন হলেও মানুষের মনে প্রতি বছরের ন্যায় এইবার তেমন খুশি এবং শান্তি নেই তার প্রধান কারণ এই প্রাণঘাতী ভয়ানক অদৃশ্য ভাইরাস করোনা। এই করোনার কারণে সরকার ঘোষিত লকডাউন শতভাগ কার্যকর করতে গিয়ে বন্ধ হয়ে গেছে দেশের সব ধরনের কলকারখানা। কর্মহীন হয়ে পড়েছে দেশের শ্রমজীবী মানুষ। এই কর্মহীন মানুষের সাহায্য সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমি আমার সামর্থ্য অনুযায়ী আজ ঈদুল ফিতর এর দিন আমার নিজ এলাকা  মাধবদী পৌরসভার ৯নং ওয়ার্ডের ৬০০ কর্মহীন পরিবারের মাঝে ঈদের উপহার স্বরুপ    নগদ অর্থ বিতরণ করলাম। দেলোয়ার হোসেন প্রধান আরো বলেন আমি মনেকরি আমাদের যারযার সামর্থ অনুযায়ী এই মূহুর্তে যাঁরা কর্মহীন তাদের সাহায্যে এগিয়ে আসা উচিত।

এই বিভাগের আরো খবর