নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালি কেন্দ্রীয় কমিটিকে ঐক্যবদ্ধ ও সু সংগঠিত করতে ইতালি যুবদল লাস্পেসিয়া শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাকির হোসেন গণি সভাপতি ইতালি যুবদল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ওমর ফারুক সাধারণ সম্পাদক ইতালি যুবদল।
নাছির মিয়া লাস্পেসিয়া যুবদল সুজন আহমেদ লাস্পেসিয়া যুবদল দুলাল আহমেদ যুগ্ম আহ্বায়ক সেচ্ছাসেবক দল ইতালি উত্তর আজম খাঁন লাস্পেসিয়া যুবদল নেতা। বিশেষ বক্তব্য রাখেন ইতালি যুবদল নেতা সালাউদ্দিন সাগর, রিমন আহমেদ, দিপু ফকির লাস্পেসিয়া শাখা।
আরও বক্তব্য রাখেন নুর মোহাম্মদ দেওয়ান লাস্পেসিয়া বিএনপি নেতা, উজ্জ্বল হুসেইন লাস্পেসিয়া বিএনপি নেতা, সাদ্দাম হাওলাদার, ইতালি কেন্দ্র যুবদল সৈকত আহমেদ। আরও বক্তব্য রাখেন সুজন আহমেদ লাস্পেসিয়া যুবদল শেখ মিটু বাপ্পি খাঁন, আরিয়ান তৌহিদ সাইফুল দিপু ফকির আরিফুল ইসলাম উপস্থিত বক্তব্য রাখেন লাস্পেসিয়া বিএনপি সহ যুবদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে যুবদলের ভূমিকা অনন্য। তারা আশা প্রকাশ করেন, ইতালি যুবদল আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও সংগঠিত হবে এবং যারা বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদের নিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার পরার্মশ দেন।