মঙ্গলবার, ১৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদায় পর্তুগালে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাসিম আহমেদ:: পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পর্তুগালের রাজধানী লিসবনের স্হানীয় একটি রেষ্টুরেন্টের হল রুমে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল পর্তুগাল শাখার উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

পর্তুগাল যুবদল নেতা ইমদাদুর রহমান স্বপনের সভাপতিত্বে এবং যুবদল নেতা মর্তুজ আলী আব্দুল লতিফ অনিক ও এস এম কাওছার আলম এর যৌথ সঞ্চালনায় কোরআন থেকে তেলওয়াত করেন যুবদল নেতা কারি সায়েম আহমদ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল হক, যুগ্ম আহবায়ক আজমল আহমদ, যুগ্ম আহবায়ক সামসুজ্জামান জামান, যুগ্ম আহবায়ক হাকিম মিনহাজ, যুগ্ম আহবায়ক এম কে নাসির, বিএনপি নেতা মইন উদ্দীন, আহবায়ক কমিঠির সদস্য সাইদুর রহমান, আব্দুল হাসিব, তোফায়েল আহমদ, কাজী এমদাদ, সৈয়দ নিজামুর রহমান টিপু, লিটন আহমদ, মোহাম্মদ জামিল, জাহেদ আহমদ, মোজ্জামেল কয়েস, তারেক আহমদ, যুবদল নেতা জাবেদ হক,আনোয়ার হোসেন সিহাব, পর্তুগাল সেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুজন মিয়া, যুবদল নেতা সুমন মিয়া, আলমাস উদ্দীন চঞ্চল, মাহাদি হাসান মুন্না, পর্তুগাল জাসাসের আহবায়ক ইমরান আহমদ ইমু, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব কাজী মইনুল হক, সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবয়ক আমান, ইঞ্জিনিয়ার নিরব, সাইপ্রাস যুবদলের সাবেক আহবায়ক ফ্রান্স যুবদল নেতা নাজমুল ইসলাম সায়েম,সাবেক ছাত্রদল নেতা মোস্তফা কামাল প্রমুখ।

বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবোজ্জ্বল সংগ্রামী ঐতিহ্য তুলে ধরে বলেন, যুবদলই জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি’র প্রধান অঙ্গ সংগঠন। তাই এ সংগঠনের নেতাকর্মীরা বিএনপি’কে সবসময়ই সাহস ও শক্তি যোগায়। বক্তারা এসময় স্বৈরাচার শেখ হাসিনার পতনে যাঁরা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন, তাঁদের স্মরণ করেন। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারা।

 

এসময় বক্তারা আরো বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনার দোসররা নানা পাঁয়তারা এখনো অব্যাহত রেখেছে। যতদিন পর্যন্ত গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন না হয়েছে, ততদিন সবাইকে সতর্ক থাকতে হবে। নেতাকর্মীরা বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।

 

আলোচনা শেষে সংগঠনের নেতাকর্মী ও অতিথিদের নিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

এই বিভাগের আরো খবর