মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

উত্তর ইতালি বিএনপি শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতালির উত্তর শাখা কমিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে একটি গুরুত্বপূর্ণ স্মারকলিপি প্রদান করেছে।

ইতালি বিএনপির তরিনো শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমান স্মারকলিপিটি আনুষ্ঠানিকভাবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং এশিয়ার সমন্বয়ক জনাব আনোয়ার হোসেন খোকনের বরাবর প্রদান করেন।

স্মারকলিপিটি উত্তর ইতালি বিএনপির অন্যতম মুখপাত্র জনাব মামুন আব্দুল্লাহর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে ১১ অক্টোবর (রবিবার) ইতালির পাদোভা শহরের একটি হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উত্তর ইতালি বিএনপির বাস্তবায়ন কমিটির ১৫টি প্রদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটি দ্রুত উত্তর ইতালি বিএনপির কাঠামোগত পরিবর্তন করে ‘উত্তর’ ও ‘দক্ষিণ’ এই দুই ভাগে বিভক্ত করে ইতালি শাখা কমিটি বাস্তবায়ন করবে। এতে প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলের আদর্শ প্রবাসীদের মাঝে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে।

এই বিভাগের আরো খবর