মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা সংক্রমিত এলাকা জোনে বিভক্ত হচ্ছে

ডেস্ক নিউজ : দেশের করোনাভাইরাস সংক্রমিত এলাকাকে কয়েকটি জোনে বিভক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষজ্ঞরা এই বিষয়ে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। জনগণের ঘনত্ব, সংক্রমণের মাত্রা, রোগীর সংখ‌্যা, পাশ্ববর্তী এলাকার যোগাযোগ ব‌্যবস্থা, টেস্ট ফ‌্যাসিলিটি, চিকিৎসা সুবিধাসহ নানা বিষয় এর সাথে জড়িত। 

ডেস্ক নিউজঃ আজ বুধবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

ভিডিও কনফারেন্সে ওবায়দুল কাদের বলেন, ‘সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সরকার এ সংক্রমণ রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং নিচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনগণের পাশে আছে সব সময়। ক্রমঅবনতিশীল এ পরিস্থিতিতে সরকার সংক্রমিত এলাকা এবং এর নানাদিক বিবেচনায় নিয়ে এলাকাভিত্তিক বা জোনে বিভক্ত করার বিষয়টি ভাবছে।  বিশেষজ্ঞরা এই বিষয়ে কাজ করছেন।  কর্মপরিকল্পনা তৈরি করছেন।

বিস্তারিত পরিকল্পনা পাওয়া গেলে যাচাই-বাছাই করে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর