রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি

করোনা ভাইরাসে দেশে নতুন করে আর কেউ আক্রান্ত হয়নি। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা আগে যা ছিল তা-ই আছে ৪৮। নতুন করে সুস্থ হয়েছেন আরও চারজন। মোট সুস্থ হয়েছেন ১৫ জন। শনিবার (২৮ মার্চ) বেলা ১২টা ১০ স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ সব তথ্য জানান।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও জানান, এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সমন্বিত কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে নমুনা সংগ্রহ করা হয়েছে মোট আটটি। এসময় তিনি সবাইকে বাড়িতে অবস্থান করার অনুরোধ জানান। ব্রিফিংয়ে ডা. মো. হাবিবুর রহমান করোনা ভাইরাস নিয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানান। তিনি জানান, যাদের বয়স ৬০ এর বেশি তারা ঘরের একেবারেই যাবেন না, ৩৪৫০ কল এসেছে সবই কোভিড-১৯ সংক্রান্ত।

এই বিভাগের আরো খবর