ডেস্ক নিউজ : গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।
এর আগে গত মঙ্গলবার আংশিক শুনানি হয়। এ বিষয়ে আরও শুনানির জন্য বুধবার (৩ জন) নির্ধারণ করা হলেও সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন ডকুমেন্ট উপস্থাপন করার ফলে বিষয়টি পর্যালোচনার স্বার্থে সময়ে নেয়া হয়। তাই, এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার (আজ) দিন ধার্য করেন হাইকোর্ট।
এর আগেও গত সোমবার (১ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব রিটটি দায়ের করেন। রিট আবেদনটি বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে শুনানি চলছে।
আবেদনে বলা হয়, গণপরিবহনে দেশের নিম্ন ও মধ্যবিত্তের মানুষ যাতায়াত করেন। দেশের এই ক্রান্তিলগ্নে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি যুক্তিযুক্ত হয়নি।
প্রসঙ্গত, রোববার (৩১ মে) করোনাকালীন গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করলেও তা কমিয়ে ৬০ শতাংশ করে মন্ত্রণালয়।