রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবার ৩৪ বিলিয়ন ডলার ছাড়ল

ডেস্ক নিউজ : বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৩৪ বিলিয়ন বা ৩ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে রেকর্ড। প্রবাসী আয় এবং বৈদেশিক অনুদান ও ঋণের ওপর ভর করে রিজার্ভ এই নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত ১ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩ হাজার ৩৪৬ কোটি ডলার। গতকাল বুধবার তা বেড়ে হয় ৩ হাজার ৪২৩ কোটি ডলার। এর আগে ২০১৭ সালের ২২ জুন রিজার্ভ প্রথমবারের মতো ৩ হাজার ৩০০ কোটি ডলারের ঘরে অতিক্রম করেছিল।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, করোনার কারণে আমদানি ব্যয় কমে গেছে। আবার রপ্তানি  আয়েও মন্দা চলছে। তবে প্রবাসী আয়ে কিছুটা গতি ফিরেছে। এর সঙ্গে বৈদেশিক ঋণ ও অনুদান আসছে। এ কারণে রিজার্ভ বাড়ছে।

জানা যায়, করোনাভাইরাসের মধ্যেই ঈদের মাসে প্রবাসীরা ১৫০ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স  পাঠিয়েছেন। এছাড়া গত ১ ও ২ জুন রেমিট্যান্স, অনুদান ও ঋণ হিসাবে ১৬ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা এসেছে।

এই বিভাগের আরো খবর