ডেস্কনিউজঃ প্রতিদিন বাংলাদেশ পুলিশের সদস্যরা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হচ্ছেন। কখনো কম, কখনো বেশি। তবে প্রায় নিয়মিতভাবে আক্রান্তের সংখ্যা দেড়শর বেশি থাকে। কিন্তু গত ২৪ ঘণ্টায় পুলিশে আক্রান্তের সংখ্যা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন।
এর আগে গত ১৬ মে আক্রান্ত হয়েছিলেন ২৪১ জন। সেটাই ছিল সর্বাধিক। করোনা সংক্রমণের শুরু থেকে একক বাহিনী হিসেবে পুলিশেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে।
সারা দেশে পুলিশে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৮৩১ জন হলেও শুধু ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৭৭ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল পাঁচ হাজার ৫০৭ জন। তবে সুখের বিষয় হচ্ছে, আক্রান্তের পাশাপাশি সুস্থ হয়ে কাজেও ফিরছেন পুলিশ সদস্যরা। আজ বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের মোট দুই হাজার ১২২ জন পুলিশ সদস্য করোনা জয় করেছেন।
আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের করোনা কন্ট্রোল ইউনিট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত ১৭ জন পুলিশ সদস্য জীবন দিয়েছেন। এই পুলিশ সদস্যরাই করোনা প্রতিরোধে সম্মুখভাগে থেকে কাজ করছিলেন। পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেও মাঠ পর্যায়ে কাজ করা সদস্যরাই বেশি আক্রান্ত হচ্ছেন। পুলিশের এখনো পর্যন্ত এক হাজার ৬৪০ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন আরো পাঁচ হাজার ৫৫৯ জন পুলিশ। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তিন হাজার ৭০৯ জন।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘করোনা প্রতিরোধে পুলিশ শুরু থেকেই মাঠে কাজ করছেন। যাতে সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে সাবধানে কাজ করেন সেজন্য নিয়মিত তাঁদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। আক্রান্ত সদস্যদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ফলে দ্রুত রোগী সুস্থও হয়ে উঠছেন। এখন পর্যন্ত এক-তৃতীয়াংশের বেশি সদস্য চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। এদের ভেতরে অনেকেই কাজে যোগদান করেছেন।’
এদিকে, দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৭৮১ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৪২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫৭ হাজার ৫৬৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।