রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি

ডেস্ক নিউজ : করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্যারিফাইড পেজ থেকে তার জন্য দোয়া কামনা করা হয়। স্যাড ফিলিং দিয়ে দেওয়া পোস্টে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য সক‌লে দোয়া কর‌বেন। উনার শরীর ভা‌লো না। রাতে উনার শ্বাসঃকষ্ট ছিল। আপনা‌দের সক‌লের দোয়া খুব প্র‌য়োজন।

ওই পোস্ট অনুযায়ী, জাফরুল্লাহ চৌধুরী বর্তমা‌নে উনার স্থা‌পিত প্র‌তিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌চ্ছেন । এর আগে তাঁর স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীও করোনায় আক্রান্ত হন। গত ২৫ মে করোনা আক্রান্ত হয়ে ২৯ মে থেকে কাশি আর কিছুটা শ্বাসকষ্ট নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন আছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। রবিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘জ্বর নেই, কাশি আছে, কিছুটা শ্বাসকষ্ট আছে। সংগ্রাম করছি।’

এই বিভাগের আরো খবর