শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শেবাচিম হাসপাতালে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু


ডেস্ক নিউজ : বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি করোনা উপসর্গ নিয়ে আরো এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) ভোরে ও সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে পৌনে ১টার দিকে শেবাচিম হাসাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার দেলোয়ার হোসেন (৪৫)। তিনি কভিড-১৯ পজেটিভ রোগে ভুগছিলেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়।

অপরদিকে গতকাল বেলা সোয়া ১১টার দিকে হাসাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকার আব্দুল খালেক খান। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে শেবাচিমের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। হাসাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর