সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

“একটি ঘরে একজন করোনা রোগী ! একা যুদ্ধ করছে অদৃশ্য শত্রু করোনার সাথে !!

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: করোনার করুন আর্তনাদ নিয়ে লেখাটি লেখেছেন ঠাকুরগাঁও – পঞ্চগড় আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ‘সেলিনা জাহান লিটা’। একটি ঘরে একজন করোনা রোগী একা যুদ্ধ করছে অদৃশ্য শত্রু করোনার সাথে।

সুকৌশলে আমার সতেজ নিশ্বাসের সাথে ঢুকে পড়েছে প্রথমে গলা পর্যন্ত। আমার জ্বর, মাথাব্যথা, অসস্তিতে পড়েছি। আমি জানিনা কেন এমন লাগছে।ভীষণ গা ব্যথা, ডাক্তারের পরামর্শ নিলাম। নমুনা পরীক্ষা করলাম। করোনা পজিটিভ।

সবাই ঘাবড়ে গেল।আমার পরিবার আমার কাছ থেকে আসতে আসতে দুরে সরে গেল।আমি একা যুদ্ধ করছি।জানালার কাছে গিয়ে দেখলাম পাড়া প্রতিবেশীরা আমার বাসার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, চিহ্নিত করছে আমি এক অপরাধী। এমনভাবে ঘৃণার চোখে, মুখ বিকৃত করে বলছে যেন আমি রেপ করেছি, আমি মার্ডার করেছি। যদিও সমাজ এদের সমাদর করে, সম্মান করে।
আমি দেখলাম আমার আদরের সন্তান যাদের অসুস্থতায় রাতের পর রাত জেগে বুকে আগলে থর থর বুকে আল্লাহ্কে ডেকেছি নিজের জীবনের বিনিময়ে সন্তানের সুস্থতা চেয়েছি তারা কাছে আসেনা।

যেই প্রিয় মানুষটির হাত ধরে রাজকন্যার সুখ ছেড়ে হাসিমুখে দাসত্ব বরণ করেছি সে আজ অনেক দুরে!
ভাইবোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী,বন্ধু যারা একসময় আমায় নিয়ে এত মাতামাতি আজ কেউ নেই কোথাও নেই!

আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, পৃথিবীতে কি অক্সিজেন নেই আমায় কেউ এনে দাও প্রাণভরে শ্বাস নেবো।এভাবে ছটফট করতে করতে লুটিয়ে পড়লাম।
প্রাণহীন দেহের কাছে কেউ এলোনা শুধু কৃতজ্ঞতায় খবরটি পৌঁছে দিল প্রশাসনের কাছে।
সাদা পোশাকে একদল এসে আমার নিথর দেহটা নিয়ে গেল স্বল্প সময়ে দাফন কাফন করলো।
পৃথিবীর মায়া ত্যাগে এত কষ্ট বুঝিনি প্রভূ!
আবার যদি আমায় পৃথিবীতে পাঠাও আমি শুধরে নেবো।
আমি সুশৃঙ্খল জীবন যাপন করবো, আমি ধর্মীয় অনুশাসন মেনে চলবো।আমি মানবিক মানুষ হব।
আসুন স্বাস্থ্য বিধি মেনে চলি।সুস্থ থাকি ভাল থাকি। করোনা আক্রান্ত রোগীকে মানসিক সাপোর্ট দেই।আল্লাহ্ সহায় হন।

এই বিভাগের আরো খবর