সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সিআরপিকে ১০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)-কে ১০ কোটি টাকা অনুদান প্রদান করেছেন।

রোববার (৭ জুন) প্রধানমন্ত্রী এ অনুদান প্রদান করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সিআরপিকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন, যাতে এটি ভালভাবে পরিচালিত হতে পারে এবং জনগণকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সেবা প্রদান করতে পারে।

১৯৭৯ সালের ১১ ডিসেম্বর সিআরপির যাত্রা শুরু হয়। ভ্যালেরি অ্যান টেইলর প্রতিষ্ঠিত সিআরপি পক্ষাঘাতগ্রস্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিদের চিকিৎসা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের মাধ্যমে সমাজের মূলধারায় একীভূত করার জন্য কাজ করছে। প্রতিষ্ঠানটি দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরিতেও অবদান রাখছে। প্রতিবন্ধকতা ইস্যুতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা সৃষ্টিতেও কাজ করছে সিআরপি।

এই বিভাগের আরো খবর