বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এমপি দবিরুল ইসলাম

আল-ফেরদৌস (রানা) ঠাকুরগাঁও প্রতিনিধি: জম্ম- ৮ সেপ্টেম্বর -১৯৪৫, মৃত্যু- ১৩ জুন-২০২০ তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি ও পার্বত্য চট্রেগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম।
সেই সাথে আরো গভীর ভাবে শোক প্রকাশ করেন, বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাাজ্ব সফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আকরাম আলী,পাড়িয়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান সহ বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগ শাখার সভাপতি মমিরুল ইসলাম সুমন।।

বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি বলেন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতি ও সব গণতান্ত্রিক আন্দোলনে প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর রয়েছে অপরিসীম অবদান।’ তার সাথে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক বার একসাথে ঢাকার রাজপথে এরশাদ বিরোধি ও বিএনপি-জামাতের শাসনামলে আন্দোলন এবং সংগ্রামে সাথে ছিলাম এবং গোপালগঞ্জ টুঙ্গীপাড়ায় অনেক রাজনৈতিক আলাপচারিতা হয়েছে।

প্রয়াত প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।।

এই বিভাগের আরো খবর