রবিবার, ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ সচিবালয়ের ৬৭ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

 

ডেস্ক নিউজ : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের ৬৭ জন কর্মকর্তা-কর্মচারী। তারা প্রত্যেকেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।

জানা যায়, গত ১০ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে ৪৩ জন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত ছিলেন। অধিবেশন শুরু হওয়ার পর আরও ২৪ জন আক্রান্ত হয়েছেন। প্রতিনিয়তই এই আক্রান্তের সংখ্যা বাড়ছে। রবিবার ৪ জন আক্রান্ত হয়েছেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ওয়ারেস হোসেন, গণসংযোগ শাখার পরিচালক ও উপসচিব মো. তারিক মাহমুদ, টিভি প্রডিউসার মাসুম বিল্লাহ, কর্মকর্তা কামরুল ইসলাম, কর্মচারী নেতা আতর আলী প্রমুখ।

এ বিষয়ে গণমাধ্যমকে জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল শাখার ডেন্টাল সার্জন ডা. তামিম বলেন, এ পর্যন্ত ৬৭ জনের মতো কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত রয়েছেন। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়। তারা সুস্থ আছেন, আমরা প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছি। দুই একদিন পর পর সংসদ সচিবালয়ে করোনা টেস্ট করা হচ্ছে।


 

 

এই বিভাগের আরো খবর