বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নাইট ক্লাবে সুশান্তকে থাপ্পড় মেরে ছিল অঙ্কিতা

বিনোদন ডেস্ক : রবিবার ভারতের বান্দ্রায় সুশান্ত সিং রাজপুতের বাড়ি থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত মরদেহ ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা ৷ এদিন তার ঘরের দরজা ভেঙে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে ৷

তবে কী কারণে অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করতে পারেন, তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে৷ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে৷ তবে পুলিশের অনুমান মানসিক অবসাদে ভুগছিলেন তিনি৷

সুশান্তের চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ তবে এখনও তার মানসিক অবসাদের কারণ জানা যায়নি ৷ জানা গেছে, ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ার দুই নিয়েই চিন্তায় ভুগছিলেন সুশান্ত।

ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায়, ছিছোড়ের পর সুশান্তের হাত থেকে ৭টি ছবি চলে গিয়েছিল৷ ২০১৯ সেপ্টেম্বর মাসে রিলিজ হয় ছিছোড়ে৷ এরপর থেকে তার হাতে কেবল ‘দিল বেচারা’ একটি সিনেমাই পড়েছিল৷ এই ছবিতে নতুন অভিনেত্রী সঞ্জনা সাংভির সঙ্গে কাজ করছিলেন৷

অন্যদিকে, তার ব্যক্তিগত জীবনেও সমস্যা চলছিল ৷ পবিত্রা রিস্তার কো-স্টার অঙ্কিতা লোখান্ডের সঙ্গে তার ছ’বছরের সম্পর্ক নিয়েও একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছিল৷ অঙ্কিতার সঙ্গে সম্পর্ক খুব খারাপভাবে শেষ হয়েছিল বলে জানা গেছে৷ সূত্রের খবর, দু’জনের মধ্যে ঝামেলা বেড়ে গিয়েছিল৷ এমনকি বেশ কিছু সময় মারপিট হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল৷

২০১৫ সালে দু’জনের মধ্যে হওয়া এরকম একটি ঘটনা বেশ ভাইরাল হয়েছিল৷ বলা হয় একটি নাইট ক্লাবে অঙ্কিতা সুশান্তকে সবার সামনে থাপ্পড় মেরেছিলেন৷ নাইট ক্লাবে একটি পার্টিতে গিয়েছিলেন সুশান্ত ও অঙ্কিতা৷ ড্রিঙ্ক করার পর ফ্যানদের সঙ্গে নাচতে শুরু করেন সুশান্ত৷ এই নিয়ে সেখানেই দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয়৷ নিষেধ সত্ত্বেও নাচ বন্ধ না করায় সুশান্তকে থাপ্পড় মারেন অঙ্কিতা৷

এই বিষয়ে অবশ্য সুশান্ত বা অঙ্কিতা দু’জনের মধ্যে কেউ কোনও মন্তব্য করেননি৷ তবে ২০১৩ সালে যশরাজ স্টুডিওতে এরকম ঘটনা রিপোর্ট করাতে সুশান্ত জানান,‘আমি রোজ এ রকম প্রচুর কাজ করি যার জন্য আমার থাপ্পড় খাওয়া উচিৎ৷ কিন্তু দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত এরকম কিছু হয়নি ৷ ’

সেই সময় অঙ্কিতাও জানিয়েছিলেন, তিনি কোনও দিন সুশান্তকে চড় মারেননি ৷ দু’বছর আগে হওয়া ঘটনা নিয়ে কিছু না বললেও পরে দু’জনের ব্রেকআপ হয়ে যায়৷ এর জন্য ভেঙে পড়েছিলেন সুশান্ত৷ সূত্র: নিউজ এইটটিন

এই বিভাগের আরো খবর