শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যুর সব রেকর্ড ভাঙল ফ্রান্স, ২৪ ঘণ্টায় ১৩৫৫ জনের মৃত্যু

মৃত্যুর সব রেকর্ড ভেঙেছে ফ্রান্স। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৫৫ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ৩৮৭ জন। এর আগে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মারা যাওয়ার ঘটনা ঘটেছিল স্পেনে। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা যায় ৯৫০ জন।

দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৫৯ হাজার ১০৫ জন। আর সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৪ জন। সারা বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জন। প্রাণ হারিয়েছেন ৫৩ হাজার ১৯০ জন এবং আক্রান্তদের ২ লাখ ১২ হাজার ২২৯ জন সুস্থ হয়েছেন।

এই বিভাগের আরো খবর