শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘন্টায় মৃত্যু ৩৮ জনের, শনাক্ত ৩ হাজার ৯৯ জন

ডেস্ক নিউজ : দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের, যাদের মধ্যে ঢাকা বিভাগের জন ১৮ রয়েছেন। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, বরিশাল বিভাগের একজন, রংপুর বিভাগের একজন, সিলেট বিভাগের ছয়জন রয়েছেন। আজ শনাক্ত তিন হাজার ৯৯ জন নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। গত ২৪ ঘণ্টায় ১৫,০৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। আজ মৃত ৩৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১ হাজার ২০৯ জনে দাঁড়াল।

এই বিভাগের আরো খবর