সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে একই রশিতে স্বামী-স্ত্রী’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ এলাকায় আতঙ্ক

এসএম মশিউর রহমান সরকার,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই রশিতে ফাঁসিতে ঝুলে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে, তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টায় রাণীশংকৈল উপজেলার বিরাশী বাজার নামক এলাকায় নিহতের নিজ বাড়ির শয়ন কক্ষে বাশের সড় থেকে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান।
উপজেলার লেহেম্বা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম জানান চাপোড়পারবর্তীপুর গ্রামের বিরাশী বাজার এলাকায় নিজ বাড়িতে শয়ন ঘরের পাটাতনের সাথে একই রশিতে তাদের ঝুলন্ত অবস্থায় এদুজনের লাশ এলাকাবাসি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্বামী বিপুল ও স্ত্রী পারুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

মৃত বিপুল (২৫) চাপোড়পারবর্তীপুর গ্রামের বিরাশী পাড়া এলাকার মৃত সেট কুমারের ছেলে। মৃত পারুল (২২) (বাবার বাড়ি) বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আধারদীঘি বড় কোর্ট গ্রামের ঝাটালু সিংহের মেয়ে।

কেন ঘটেছে ও কিভাবে ঘটেছে, এর কারণ এখনো জানা যায়নি বলে জানায়, লেহেম্বা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, মৃত বিপুল ও পারুলের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এই বিভাগের আরো খবর