মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হাজার ছাড়িয়েও বাড়ছে আক্রান্তের সংখ্যা, নতুন শনাক্ত ২৯ জন

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ বুধবার (১৭ জুন) রাতে নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, ১০ জুন সংগৃহীত ১১ জুন পাঠানো ১১৭টি নমুনার মধ্যে ২৪ টি করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে ৫ টি সদর উপজেলার, ৩টি পলাশ উপজেলার, শিবপুর উপজেলার ১১ টি, বেলাব উপজেলার ৫টি। ১২ ও ১৩ জুন পলাশ ও মাধবদী থেকে আইইডিসিআর এ পাঠানো ৫৮টি নমুনার মধ্যে ১টি পজিটিভ রিপোর্ট আসে, আর সেটি হলো মাধবদীর। তিনি আরও জানান, ইনফ্লুয়েঞ্জা সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডি আরবিতে ১৬ জুন পাঠানো ১১টি নমুনার মধ্যে ৪টি পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে সদর উপজেলার ৩টি ও মনোহরদী উপজেলার ১টি। এসব নিয়ে নরসিংদী জেলায় নতুন ২৯ জনসহ মোট করোনাভাইরাসে আক্রান্ত হলো ১১৪৬ জন। এবং মৃত্যু মোট মৃত্যু হলো ২১ জনের। এদের মধ্যে সদর উপজেলার ১২ জন, পলাশ উপজেলার ১ জন, বেলাব উপজেলার ৩ জন, রায়পুরা উপজেলার ৩ জন, মনোহরদী ১ জন ও শিবপুর উপজেলার ১ জন।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৭৬৫ জন, রায়পুরা উপজেলায় ৭৯ জন, পলাশে ১০০ জন, শিবপুরে ৯৪ জন, বেলাব উপজেলায় ৬২ জন ও মনোহরদী উপজেলায় ৪৬ জন। এ পর্যন্ত আইসোলেশন মুক্ত ৪৯২ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৪০ জন এবং বাসায় আইসোলেশনে আছেন ৬৩৬ জন।

এই বিভাগের আরো খবর