রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে ১২ জনই ঢাকার

গত ২৪ ঘণ্টায় দেশে  দ্বিগুণ বেড়ে ১৮ জন করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় সর্বাধিক ৫ জন আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জে। একজন মাদারীপুরের। রোববার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩ জন আইইডিসিআরের পরীক্ষায় শনাক্ত হয়েছেন। বাকিরা ঢাকার বাইরে শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৮৮ জন। মীরজাদী জানান, গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৯ জনের দাঁড়িয়েছে। শনিবার মারা যাওয়া ব্যক্তির বয়স ৫৫। তার বাড়ি নারায়ণগঞ্জে।

তিনি বলেন, বর্তমানে করোনা আক্রান্ত ৪৬ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ১৪ জন বাসায় অবস্থান করেই চিকিৎসা নিচ্ছেন। তাদের লক্ষণ মৃদু। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও তিনজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। মোট সুস্থ হয়েছেন ৩৩ জন।

করোনার ক্লাস্টার পর্যালোচনা তুলে ধরে আইইডিসিআর পরিচালক বলেন, এখন পর্যন্ত ঢাকার বাসাবোতে সর্বাধিক ৯ জন আক্রান্ত হয়েছেন। এরপর দ্বিতীয় সর্বাধিক আক্রান্ত ক্লাস্টার মিরপুরের টোলারবাগে ৬ জন। বৃহত্তর মিরপুর এলাকায় ১১ জন আক্রান্ত। কমিউনিটি ট্রান্সমিশন প্রসঙ্গে তিনি বলেন, কমিউনিটি ট্রান্সমিশন আছে। তবে সেটা ক্লাস্টারভিত্তিক ট্রান্সমিশন। এখন এটা যাতে আরও ছড়িয়ে না পড়ে সেজন্য জনসমাগম এড়িয়ে চলুন।

এই বিভাগের আরো খবর