সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

২১৫ জন কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে

ডেস্কনিউজঃ বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২১৫ জন কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি/পদায়ন করা হয়েছে।

তাদের বেশিরভাগকে জেলার পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন, নৌ-পুলিশ, বিশেষ শাখা (এসবি), মহানগরের উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত আছেন। সম্প্রতি অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে তাদেরকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়। এরপর নিয়ম অনুযায়ী তাদেরকে এ বদলি করা হয় বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর