মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ  নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই  চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার। বৃহস্পতিবার (১৮ জুন ) জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ ও এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানাধীন বুইদামারা এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) হারুন গাজী (৫০),পিতামৃত-আজগর আলী, গ্রাম -নবীপুর, (২) মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া (৩২),পিতা-আঃ কাদির জিলানী, গ্রাম -দড়ি নবীপুরা, তাদের দখল  থেকে  এক কেজি গাঁজা ও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হারুন গাজীর বিরুদ্ধে ইতোপূর্বে ৪ টি মাদক মামলা আছে। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় দুইটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরো খবর