মোঃ সালাহউদ্দিন আহমেদঃ বৃহস্পতিবার (১৮ জুন) রাতে নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, ১১ জুন সংগৃহীত ১২ জুন আইপিএইচ এ পাঠানো ১২৩ টি নমুনার মধ্যে ৩২ টি করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে সদর উপজেলায় ১৮টি, শিবপুর উপজেলায় ৩ টি, বেলাব উপজেলার ১টি, মনোহরদী উপজেলায় ৮টি ও রায়পুরা উপজেলায় ২টি। ইনফ্লুয়েঞ্জা সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডি আরবিতে ১৭ জুন পাঠানো ৩০ টি নমুনার মধ্যে ৭ টি পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে সদর উপজেলারই ৭টি। তিনি আরও জানান, ১৪ জুন আইইডিসিআর এ পলাশ থেকে পাঠানো সকল ১০টি নমুনা রিপোর্ট নেগেটিভ, ১৫ জুন পাঠানো মাধবদীর ৪টি নমুনা নেগেটিভ ও ১১ জুন পাঠানো ২১টি নমুনার মধ্যে ৩টি পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে নতুন ৪২ জনসহ করোনাভাইরাসে আক্রান্ত হলো ১১৮৮ জন। এবং মৃত্যু মোট মৃত্যু হলো ২১ জনের। এদের মধ্যে সদর উপজেলার ১২ জন, পলাশ উপজেলার ১ জন, বেলাব উপজেলার ৩ জন, রায়পুরা উপজেলার ৩ জন, মনোহরদী ১ জন ও শিবপুর উপজেলার ১ জন।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৭৯৩ জন, রায়পুরা উপজেলায় ৮১ জন, পলাশে ১০০ জন, শিবপুরে ৯৭ জন, বেলাব উপজেলায় ৬৩ জন ও মনোহরদী উপজেলায় ৫৪ জন। এ পর্যন্ত আইসোলেশন মুক্ত ৪৯৯ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৩ জন এবং হোম আইসোলেশনে আছেন ৬৩৫ জন।