শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ ২ চিহ্নিত মাদকব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ  নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ১৬৫ পিস ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । আজ শনিবার (২০ জুন) জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই তাপস কান্তি রায় ও এসআই নূরে আলম হোসাইন পৃথক পৃথক ভাবে বেলাব থানা ও নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসআই তাপস কান্তি রায় বেলাব থানাধীন রহিমেরকান্দি এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ জনি মিয়া (৩০),পিতামৃত-আঃ মালেক, গ্রাম-রহিমেরকান্দি,থানা-বেলাব,জেলা-নরসিংদীর দখল থেকে  ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এবং অপরদিকে  এসআই নূরে আলম হোসাইন  নরসিংদী মডেল থানাধীন ছগরিয়াপাড়া এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (২) ফখরুল ইসলাম পল্টন (৫৫),পিতামৃত-আঃ ছাত্তার, মহল্লা -ছগরিয়াপাড়া,থানা ও জেলা-নরসিংদীর দখল হতে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী জনির বিরুদ্ধে ইতোপূর্বে দুইটা মাদক মামলা এবং ফখরুল ইসলাম পল্টনের বিরুদ্ধে ইতোপূর্বে তিনটা মাদক মামলা আছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর