বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চিলাভার্টের সেরা মেসি

স্পোর্টস ডেস্ক : প্যারাগুয়ের সাবেক গোলকিপার হোসে লুইস চিলাভার্ট মনে করেন, দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির মধ্যে কোনো তুলনাই চলে না। অনেকের চোখে সেরা, লা আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জেতানো ছিয়াশির মহানায়ক ম্যারাডোনা। অন্যদিকে অনেক কিংবদন্তি বেছে নেন, রেকর্ড ছয়টি ব্যালন ডি’অরের মালিক বার্সেলোনা ফরোয়ার্ড মেসিকে। প্যারাগুয়ের কিংবদন্তি চিলাভার্টও মনে করেন, মেসি সেরা।

এমনকি ৫৪ বছর বয়সী তারকা একেবারে উড়িয়ে দিয়েছেন ম্যারাডোনাকে। রেডিও রিভাদাভিয়াকে চিলাভার্ট বলেন, ‘কোনো সন্দেহ ছাড়াই গ্রহের সেরা খেলোয়াড় মেসি। মেসি যা জিতেছে তার এক শতাংশও জেতেনি ম্যারাডোনা। স্পেনের পরিবর্তে আর্জেন্টিনাকে বেছে নেয়ার জন্য মেসিকে আর্জেন্টাইনদের ধন্যবাদ জানানো উচিত। তার খেলা দেখা সব সময় আনন্দের।’

এই বিভাগের আরো খবর