শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কোহলিকে ছাড়াই ভারতের অসি বধ

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম টেস্টে নিজেদের টেস্ট ইতিহাসের বড় লজ্জাটা পেয়েছিল ভারত। গুটিয়ে গিয়েছিল মাত্র ৩৬ রানে। ওই পরাজয়ের জন্য সমালোচনায় জর্জরিত হন কোহলিরা। কিন্তু পরের ম্যাচেই সব সমালোচনা মুড়িয়ে বক্সিং ডে টেস্টে রূপকথা লিখল সফরকারীরা। তাও আবার দলের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে ছাড়া। ঘুরে দাঁড়িয়ে মেলবোর্নে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়েছে আজিঙ্কা রাহানের দল।

আজ মঙ্গলবার মেলবোর্নে টেস্টের চতুর্থ দিন সহজেই জয় তুলে নিয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে চলতি সিরিজে ১-১ সমতা ফেরাল সফরকারীরা।

অবশ্য ম্যাচ জেতার মঞ্চ আগেই তৈরি রেখেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে মাত্র ৭০ রানের জবাব দিতে নেমে ১৫.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাহানেরা।

ছোট লক্ষ্যের তাড়ায় শুরুটা দেখেশুনে করেন শুভমান গিল। তবে মায়াঙ্ক আগারওয়াল টিকতে পারেননি। দলীয় ১৬ রানে সাজঘরে ফেরেন তিনি। থিতু হতে পারেননি চেতেশ্বর পূজারাও। ১৯ রানে দুই উইকেট হারানোর চাপ সামলেছেন অধিনায়ক রাহানে ও শুভমান।

এই জুটিতে সহজেই জয়ের নাগাল পেয়ে যায় ভারত। ৪০ বলে ২৭ করেন অধিনায়ক। ৩৬ বলে ৩৫ করেন অভিষিক্ত শুভমান।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। বিপরীতে প্রথম ইনিংসে রাহানের সেঞ্চুরিতে ৩২৬ রান সংগ্রহ করে ভারত। ২২৩ বলে সেঞ্চুরিসহ ১১২ রান করেন রাহানে। এরপর পিছিয়ে পড়া অসিরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে করে ২০০ রান। ৭০ রানের লক্ষ্য পেয়ে দ্বিতীয় ইনিংসে আট উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় অতিথিরা। আগামী ৭ জানুয়ারি সিডনিতে তৃতীয় টেস্টে নামবে দুদল।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৭২.৩ ওভারে ১৯৫।

ভারত প্রথম ইনিংস : ১১৫.১ ওভারে ৩২৬।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ১০৩.১ ওভারে ২০০ (ওয়েড ৪০, বার্নস ৪, লাবুশানে ২৮, স্মিথ ৮, হেড ১৭, গ্রিন ব্যাটিং ৪৫, পেইন ১, কামিন্স ব্যাটিং ২২, স্টার্ক ১৪, লায়ন ৩, হ্যাজেলউড ১০ ; বুমরাহ ২/৫৬, যাদব ১/৫, সিরাজ ৩/৩৭, অশ্বিন ২/৭১, জাদেজা ২/২৮)।

ভারত দ্বিতীয় ইনিংস : (লক্ষ্য ৭০) ১৫.৫ ওভারে ৭০/২ (মায়াঙ্ক ৫, গিল ৩৫*, পূজারা ৩, রাহানে ২৭* ; স্টার্ক ১/২০, কামিন্স ১/২২, হ্যাজেলউড ০/১৪, লায়ন ০/৫, লাবুশানে ০/৯)।

ম্যাচ সেরা : আজিঙ্কা রাহানে।

সিরিজ : চার ম্যাচ সিরিজ ১-১ সমতা।

এই বিভাগের আরো খবর