রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে অভিনব কায়দায় অপহরণ মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪      

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ অপহরণের শিকার  ইরফানুল হক (২৭) ব্রাহ্মণবাড়ীয়া থেকে  বিক্রয় ডটকমের মাধ্যমে বিজ্ঞাপন দেয়া একটি মোবাইল ফোন কিনতে ( ১৯ মে) সকাল সাড়ে এগারোটায় নরসিংদীর পাঁচদোনা মোড়ে রাজধানী হোটেলের সামনে আসে। সেখানে মোবাইল দেখানোর কথা বলে একজন অচেনা লোক যার মোবাইল নম্বর বিক্রয় ডটকমের বিজ্ঞাপনে দেওয়া ছিল সে সহ  ৩টি মোটরসাইকেলে করে ৬ থেকে ৭ জন লোক এসে ইরফানুল হককে অভিনব কৌশলে প্রতারণাপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে আটক করে তার সাথে থাকা ৯,০০০ টাকা ছিনিয়ে নেয়।ইরফানুল হককে মারধরের ও ভয় দেখিয়ে বাড়ী থেকে আরো পঞ্চাশ হাজার টাকা আনতে বলে এবং ভিকটিম কৌশল অবলম্বন করে বাড়ী থেকে বিকাশে ৫,০০০ টাকা আনায় এবং অপহরণকারীদের একটা বিকাশ নম্বরে সেন্ডমানি করলে ইরফানুল হক মুক্তি পায়। মঙ্গলবার (২৩ জুন)  ইরফানুল হক নরসিংদী এসে পুলিশ সুপার নরসিংদীকে অবগত করলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই জাকারিয়া আলম টিমসহ ভিকটিমকে নিয়ে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত করে  ভিকটিমের সনাক্ত মতে অভিনব প্রতারণা ও মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য (১) রোহান আহম্মদ খান(২৩),পিতা-আইউব আলী, গ্রাম -যুগিরটেক,(২) মোঃমোখসেদুল মিয়া(২১),পিতা-ইসরাফিল,গ্রাম -বিরামপুর,(৩) মোঃ মাসুদ মিয়া(২৪),পিতা-আঃ রহিম, গ্রাম-  কান্দাপাড়া, থানা -মাধবদী,(৪) মোঃ মারুফ মিয়া (২১),পিতা- মোশারফ মিয়া, গ্রাম -বাগহাটা,থানা-নরসিংদীদের গ্রেফতার করেন। আসামীরা সংঘবদ্ধভাবে অভিনব প্রক্রিয়ায় প্রতারণা করে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ভিকটিম ইরফানুল হক বাদী হয়ে মাধবদী থানায় এজাহার দায়ের করেছেন।

এই বিভাগের আরো খবর