বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএনডির প্রধান নিষ্কাশন খাল পরিস্কারের সময় গ্যাসের পাইপে ফাটল

ডেস্ক নিউজ :  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিলের এলাকায় ডিএনডি প্রজেক্টের প্রধান নিষ্কাশন খাল ভেকু দিয়ে পরিষ্কার করার সময় ১৪ ইঞ্চি ব্যাসের গ্যাসের পাইপ ফেটে গেছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় এ ঘটনাটি ঘটে। এতে খালের ৩-৪ ফুট পানি ভেদ করে শো শো শব্দ করে প্রচুর পরিমাণ গ্যাস বের হতে থাকে।

খবর পেয়ে ঢাকার তিতাস গ্যাস অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্যাসের পাইপের মেরামত কাজ শুরু হয়নি।

তিতাস গ্যাসের লোকজন ও স্থানীয়রা জানায়, পানি উন্নয়নে বোর্ডের ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রজেক্টের অভ্যন্তরের পানি নিষ্কাশনের প্রধান খাল দিয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পাম্প হাউজের মাধ্যমে শীতলক্ষ্যা নদীতে ফেলা হয়।ঢাকা তিতাস গ্যাস অফিসের উপ-মহাব্যবস্থাপক (সিস্টেম অপারেশন, দক্ষিণ) মো. শফিকুল ইসলাম খান জানান, গ্যাসের পাইপটি ১৪ ইঞ্চি ব্যাসের। এ পাইপটি গোদনাইল থেকে ঢাকার ডেমরা এলাকায় গেছে।

বিকালে নিষ্কাশন খালটি পরিস্কার করার সময় ওই পাইপটি ফেটে যায়। পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনী যৌথভাবে নিষ্কাশন খালের উন্নয়ন কাজ করছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি।

তিনি বলেন, আমরা মেরামত কাজ করতে প্রস্তুত রয়েছি। পানি উন্নয়ন বোর্ড কাজের পরিবেশ করে দিলে আমরা ফাটল মেরামত করতে পারব।

এই বিভাগের আরো খবর