শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে কুখ্যাত মাদকব্যবসায়ী ফেন্সি রাসেল ইয়াবাসহ গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর পলাশে একাধিক মাদক মামলার আসামী রাসেল ওরফে পিচ্চি ও ফেন্সি মুন্নাকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। শনিবার (২৭ জুন ) দুপুর ২টায় উপজেলার ডাংগা ইউনিয়নের কাজীরচর গ্রামে তার নিজ বাড়ির সামনে থেকে আটক করে পুলিশ। আটককৃত আসামী ঐ গ্রামের শুক্কুর আলীর ছেলে।

ডাংগা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সালাউদ্দিন জানান, শনিবার দুপুরে অভিযান চালিয়ে আসামীর বাড়ির সামনের একটি বাশের মাছা থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তার নামে গাজীপুরের টংগী ও পলাশ থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। টংগীতে আসামী রাসেল পিচ্চি মু্ন্না হিসেবে পরিচিত। এবং পলাশ থানায়ও ইতিপূর্বে তার নামে মাদকের মামলা রয়েছে।

এ ব্যাপারে পলাশ থানার (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, আটককৃত মাদক ব্যবসায়ী রাসেল এর নামে পলাশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাকে আটক দেখিয়ে নরসিংদী কোর্টে পাঠানো হচ্ছে । তার নামে ইতিপূর্বে টংগী থানায় ১টি এবং পলাশ থানায় একটি মাদকের মামলা রয়েছে। সে এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

এই বিভাগের আরো খবর