বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘায় পত্রিকায় সংবাদ প্রকাশে প্রতিবন্ধী ফিরে পেল পৈতৃক সম্পত্তি

এম ইসলাম দিলদার, বাঘা প্রতিনিধি, রাজশাহীঃ রাজশাহীর বাঘায় পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় চার বছরের বেদখলী সম্পত্তি ফিরে পেয়েছে প্রতিবন্ধী। উপজেলার গড়গড়ী ইউনিয়নের সরেরহাট এলাকার মৃত এমদাদুল হক ইনুর মেয়ে প্রতিবন্ধী আরজুমান বানু(বানী) নিজ পৈতৃক সূত্রে পাওয়া জমি দখল পেয়েছে।গত (২১জুন)রবিবার বিভিন্ন জাতীয় ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। গতকাল (২৭জুন) গড়গড়ি ইউনিয়নের চেয়াম্যানের উপস্থিতিতে প্রতিবন্ধী বানীর সম্পত্তি সীমানা করে বুঝিয়ে দিয়েছে। আরজুমান বানু একজন শারীরিক প্রতিবন্ধী (৪০), স্বামী হাবিবুর রহমান তাদের ৪ বছরের একটি কন্যা রয়েছে। আরজুমান বানুর সমাজ সেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের বাঘা উপজেলা সমাজ সেবা কর্তৃক প্রতিবন্ধী কার্ড নং ১২৯ বলে জানা যায়। সরেজমিনে, এমদাদুল হক ইনুর মৃত্যুর সময় নিজ নামিও ৪৮.৫৩ শতাংশ জায়গা-জমি রেখে যান।তার স্ত্রী আজমিরা এবং ২ছেলে,২মেয়ে রয়েছে। পিতার রেখে যাওয়া সম্পত্তির প্রতিবন্ধী বানু ছাড়া অন্য সকলেরই ভোগ-দখল রয়েছে। শারীরিক প্রতিবন্ধী বানু ঠিকমত কথা বলতে পারে না। ওয়ারিশ সূত্রে ৬.৯৪ শতাংশ সম্পদের প্রাপ্ত হয় প্রতিবন্ধী আরজুমান বানু।

শারীরিক প্রতিবন্ধী বানুর প্রতি হয়রানিমূলক মামলার অবসান ঘটাতে গত ১২জুন শুক্রবার গড়গড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম গ্রাম্য সালিশের মাধ্যমে সঠিক সীমানা নির্ধারণ করেন। উক্ত বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হলে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।যা প্রশাসনের নজরে আসে।
২নং গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন,উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই (২৭জুন) শনিবার পূনরায় উভয়পক্ষের সম্পতিক্রমে এলাকার গণমান্য ব্যক্তিবর্গ সাথে নিয়ে বিষয়টি নিষ্পত্তি করেছি।বিষয়টি নিষ্পত্তি হওয়ায় ভৃক্তভোগী প্রতিবন্ধী ও এলাকাবাসী আনন্দিত।
উক্ত সালিশী বৈঠকে উপস্থিত ছিলেন,কালাম সরকার ( ৪নং ওয়ার্ড সদস্য গড়গড়ী ইউনিয়ন),কলাম-উনূর স্বপন (বিশিষ্ট সমাজসেবক),সাজদার রহমান (সহকারী শিক্ষক), আমিরুল ইসলাম রান্টু (৪নং ওয়ার্ড সভাপতি বাংলাদেশ আওমীলীগ)
আরব মাস্টার (৪ নং ওয়ার্ড সাধারন সম্পাদক বাংলাদেশ আওমীলীগ),হাবিবুর রহমান (৩নং ওয়ার্ড সদস্য গড়গড়ী ইউ.পি )তোছাদ্দেক হোসেন চান্দু,এসারুল ইসলাম (চেনু), জালাল উদ্দিন (প্রভাষক),বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ ও স্থানীয় বাসিন্দারা প্রমূখ।

এই বিভাগের আরো খবর